আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে পদ থেকে অব্যহতিসহ বহিস্কারের সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক বেচাকেনার সময় নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরের দিন রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই সাধারণ সম্পাদককে আসামী করে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। লিটন মিয়া উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর চানশাপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
এ ঘটনায় জেলা ছাত্রলীগ জরুরী এক নোটিশের মাধ্যমে ৬ আগষ্ট ওই সাধারণ সম্পাদক লিটন মিয়াকে ছাত্রলীগের পদ থেকে অব্যহতিসহ বহিস্কারের সুপারিশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নিকট। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার স্বাক্ষরিত নোটিশটিতে বলা হয়েছে, নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ নিতাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক লিটন মিয়াকে তার উক্ত পদ হতে অব্যহতি প্রদান করা হইল এবং সেই সাথে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করা হইল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন বলেন, ইয়াবাসহ আটকের বিষয়টি জানামাত্রই লিটন মিয়াকে পদ থেকে অব্যহতি ও বহিস্কারের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে। জেলা কমিটি ইতোমধ্যে তাকে পদ থেকে অব্যহতি দিয়েছে এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করেছে।