বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে করণীয় ও বহুতল ভবন তৈরিতে প্রয়োজনীয় আইন মানা হচ্ছে কি না, তা নির্ধারণ করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের শিকার এফআর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
গণফোরাম সভাপতি বলেন, ভবন নির্মাণে যে আইনগুলো রয়েছে, সেগুলো পরীক্ষা করতে হবে, সেখানে কোনো ঘাটতি আছে কি না, সেটা দেখতে হবে। এত বহুতল ভবন হয়েছে এবং হচ্ছে, সেগুলো আইন মেনে নির্মাণ করা হয়েছে কি না, সেগুলো জানতে হবে। এগুলোর নকশায় কোনো ঘাটতি ছিল কি না, এ বিষয়গুলোও খতিয়ে দেখতে হবে। নকশা মেনে ভবন না তৈরি করলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও নির্ধারণ করতে হবে। এসব ভবনে আগুন লাগলে করণীয় কী হবে, তাও নির্ধারণ করতে হবে। মানুষ তো ১০-১২ তলা থেকে লাফিয়ে বাঁচতে পারবে না। সব দেশেই এমন আইন রয়েছে, আমাদেরও রয়েছে। তাই এসব বিষয় পর্যবেক্ষণে জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করতে হবে।
কমিশনকে কার্যকর ও এর করণীয় নির্ধারণে সরকার অভিজ্ঞদের রাখতে পারে উল্লেখ করে গণফোরাম নেতা বলেন, যাতে করে অভিজ্ঞরা প্রত্যেকটি বিষয় সঠিক মূল্যায়ন করতে পারে। যাতে করে একটি সঠিক পথে আমরা চলতে পারি। সরকার যে কমিটি তৈরি করবে, এতে যেন ইঞ্জিনিয়ার ও বড় মাপের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার থাকেন। তারা পরামর্শ দেবেন, কীভাবে বিল্ডিং তৈরি করার সময় ফায়ার এক্সিট থাকতে হবে। এ ছাড়া এখন যে বিল্ডিংগুলো আছে, সেগুলোর বর্তমান অবস্থাও তারা মূল্যায়ন করবেন।
ভবন নির্মাণের নীতিমালা প্রসঙ্গে বলতে গিয়ে সংবিধান বিশেষজ্ঞ বলেন, বিদেশে আইন আছে ১০-১২ তলা বিল্ডিং নির্মাণ করতে হলে ফায়ার এক্সিট থাকতে হয়। কিন্তু এখানে অবাক হওয়ার মতো দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা গেছে, কিন্তু কোনো ফায়ার এক্সিট পয়েন্ট ছিল না। এত বড় ভবন থেকে মানুষ প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে, এটা তো হতে পারে না।
গণফোরাম এফআর টাওয়ারের ঘটনায় ভবন কর্তৃপক্ষের কার্যকলাপ খতিয়ে দেখবে উল্লেখ করে ড. কামাল বলেন, আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি, এখানেই থেমে থাকব না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির নকশায় কী ছিল, কারা কীভাবে অনুমোদন দিয়েছে, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে চোখ বন্ধ করে দিয়েছিল নাকি বুঝে-শুনে দিয়েছে এ ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখব। আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকলে তা আমাদের দিয়ে সহায়তা করবেন।