বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ছাড়াল

  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর, ২০১৮

 

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৮ কোটি গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এটি চলতি বছরের অগাস্ট পর্যন্ত সময়ের হিসাব।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক প্রতিবেদনে মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকের এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৫ লাখ ১ হাজার। মোবাইলে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৮ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার।

দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৭ লাখ ৯ হাজার, রবির ৪ কোটি ৬১ লাখ ৩২ হাজার, বাংলালিংক ৩ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ও টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৮ লাখ ৭৩ হাজার। 

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি টেলিযোগাযোগ খাতের একটি সাফল্য। ৯ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক অর্থ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads