ব্যবহারকারীদের সময় বাঁচাতে নতুন এক ফিচার নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এই ফিচারটির নাম ‘ইউর টাইম অন ফেসবুক’।
এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের বিষয়ে জানান দেবে। অর্থাৎ নতুন এই ফিচারটির মাধ্যমে দিনে ফেসবুক ব্যবহারের সময় নির্ধারণ করে রাখা যাবে। প্রাথমিকভাবে এই ফিচারটি ফেসবুকের মূল অ্যাপে কাজ করবে।
এর জন্য ব্যবহারকারীকে অ্যাপের মোর অপশনে গিয়ে ‘সেটিং অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখানে ইংরেজি অক্ষরে থাকা ‘সেট ইউর টাইম অন ফেসবুক’ লেখাটি ক্লিক করে ফিচারটি ব্যবহার করতে হবে। এছাড়া সপ্তাহে কোন দিন কত সময় ধরে ফেসবুক ব্যবহার করেছেন, তাও দেখা যাবে এই ফিচারটির মাধ্যমে।