ইউরোপে বড় জরিমানার মুখে পড়তে পারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ৫ কোটির বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠানটিকে ১৬৩ কোটি ডলার জরিমানা করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা নীতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশন। সংস্থাটি ফেসবুকের কাছে এ হ্যাকিংয়ের ঘটনার বিস্তারিত তথ্য চেয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ফেসবুককে ১৬৩ কোটি ডলার জরিমানা করতে পারে এ সংস্থা।
এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে তার সবই প্রদান করা হবে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর এটিই এখন পর্যন্ত তথ্য হাতিয়ে নেওয়ার সবচেয়ে বড় ঘটনা। হ্যাকিংয়ের ঘটনা জানার কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ফেসবুক জানায়, ব্যবহারকারীদের অ্যাকসেস টোকেন বা ডিজিটাল কী ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করেছে হ্যাকাররা।
এ ঘটনায় এরই মধ্যে ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের দুই ব্যবহারকারী। এ ছাড়া মার্কিন সিনেটর মার্ক আর ওয়ার্নার পুরো ঘটনার তদন্তের কথাও জানিয়েছেন।
এ ৫ কোটি ব্যবহারকারীর বাইরে আরো ৫ কোটি ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ফেসবুক। তাদের অ্যাকসেস টোকেন পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।