ইউরোপকে করোনাভাইরাস মহামারির কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার (১৩ই মার্চ) চীনের চেয়ে ইউরোপের দেশগুলোতে প্রতিদিন করোনাভাইরাস দ্রুত ছড়ানো ও মৃত্যুহার বাড়ায় এ ঘোষণা দেয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। এর আগে, বিশ্ব সংস্থাটি করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা দেয়।
এদিকে, ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ২৫০ জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২শ’ ৬৬ জন। আক্রান্ত ১৭ হাজারেরও বেশি। আর, স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। জারি করা হয়েছে জরুরি অবস্থা।
এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের দিল্লিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২। এদিকে, ১৪ই মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত বিদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে নেপাল।
এরই মধ্যে কোভিড-নাইন্টিন ছড়িয়ে গেছে বিশ্বের ১৩৮টি দেশ ও অঞ্চলে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪১৬ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৩৬১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯৩১ জন।