দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রযুক্তিভিত্তিক বিশেষ অভিধান ‘অ্যাকসেসিবল ডিকশনারি’ বানিয়ে ইউনেস্কোর আমির জাবের আল আহমদ আল জাবের আল সাবাহ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। প্যারিসে অবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয়ে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হলেও অভিধানটি ব্যবহার করতে পারবেন যেকেউ। প্রয়োজনীয় সব ধরনের শব্দার্থ দেওয়া আছে এই অভিধানে। এই উদ্ভাবনে বাংলা একাডেমির অভিধান ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে বাংলা এবং ইংরেজি থেকে ইংরেজি করার সুবিধা পাবেন। অভিধানটি তৈরি হয়েছিল দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা মাথায় রেখে। কারণ সাধারণ ব্যবহারকারীদের জন্য অনলাইন, অফলাইন বা অ্যাপভিত্তিক অনেক ডিকশনারি রয়েছে, যার কোনোটাই দৃষ্টিপ্রতিবন্ধীবান্ধব করে তৈরি হয়নি। ফলে তাদের বিপাকে পড়তে হয়।
এই অভিধানটি চারভাবে কাজ করছে। প্রথমত accessibledictionary.gov.bd ওয়েবসাইট থেকে যেকেউ ব্যবহার করতে পারবেন। যাদের ইন্টারনেট নেই, তাদের জন্য রয়েছে ডেস্কটপ সংস্করণ। ওয়েবসাইট থেকে অভিধানটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিলে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েডেও এটি ব্যবহারের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, কুয়েত সরকারের সহায়তায় ২০০২ সালে এ পুরস্কারটি প্রবর্তন করে ইউনেস্কো। প্রতিবন্ধীদের শিক্ষার মানোন্নয়নে প্রতি দুই বছর পর পর এটি প্রদান করা হয়।





