ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় সম্পত্তি বিরোধে জের ধরে আওয়ামী লীগ নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেছে বিএনপির নেতা। এই ঘটনার মঙ্গলবার উভয়পক্ষ বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, উপজেলার ভাতুরিয়া গ্রামের বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সাথে বিএনপির নেতা সেলিমের কথাকাটাকাটি হয়। সম্প্রতি সম্পত্তি নিয়ে সেলিমের সাথে তার ভাই হাবিবের বিরোধ চলে আসছিল। এই বিষয়টি মীমাংসা জন্য এলাকাবাসী দায়িত্ব দেন ওই আওয়ামী লীগ নেতাকে। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা জমি থেকে বাড়িতে আসার পথে বিএনপির নেতা সেলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য আওয়ামীলীগ নেতাকে জেলা সদর হাসপাতালে পাঠানো করা হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম তাই তারা শফিকুলের উপর হামলা চালায়।
তবে সেলিমের ভাই হাবিব বলেন, আমার ভাইদের অত্যাচারে বাবা সম্পত্তিতে আমি ঘর তুলতে পারছি না। তবে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বলেন, আমি এর ন্যায় বিচার চাই।
অভিযুক্ত বিএনপির নেতাকে সেলিমকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।
ওসি রণোজিত রায় বলেন, দুইপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
                                
                                
                                        
                                        
                                        
                                        




