আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হরিপুর এলাকায় রাস্তার পাশের গাছ কেটে নিয়েছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে, ২০১৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হরিপুর এলাকায় রাস্তার পাশের ৫টি রেইনট্রি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

এলাকাবাসি জানান, ওই হরিপুর এলাকায় এলজিইডি'র রাস্তার পাশে লক্ষাধিক টাকা মূল্যের সরকারি ৫টি রেন্ট্রি গাছ অবৈধ ভাবে কেটে নিয়েছেন কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন আওলামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ আলী।

তবে ওই নেতার দাবী গাছগুলো তার নিজের জায়গার। রাস্তার পাশে গাছ কাটার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের প্রশ্নে বলেন, এ ধরণের নোটিশ সম্পর্কে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিনের কাছে জানতে চাইলে বিলেন, গাছ কেটে নেয়ার বিষয়টি বৃহস্পতিবার দুপুরে তিনি শুনেছেন এবং ঘটনাস্থলেও তিনি যাচ্ছেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সি সাংমা জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads