আ.লীগের তুলনায় বিএনপির প্রার্থী আড়াইগুণ

লোগো আ.লীগের ও বিএনপির

নির্বাচন

আ.লীগের তুলনায় বিএনপির প্রার্থী আড়াইগুণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ নভেম্বর, ২০১৮

মামলা, জেলে থাকাসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন থেকে বাদ পড়তে পারে- এ শঙ্কায় প্রায় প্রতিটি আসনে একাধিক প্রার্থীর হাতে মনোনয়নের চিঠি তুলে দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৪ হাজার ১১২ জন দলীয় মনোনয়ন ফরম কেনেন। গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তাদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ২৬ ও ২৭ নভেম্বর মনোনীতদের হাতে

চিঠি তুলে দেয় নীতিনির্ধারণী ফোরাম। প্রায় প্রতিটি আসনেই দুই, কোথাও কোথাও আরো বেশি প্রার্থীকে চিঠি দিয়েছে দলটি। আর দলের এমন কার্যক্রমের ছাপ পড়েছে জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমাদানের ক্ষেত্রেও।

সারা দেশে দলীয় ও স্বতন্ত্র মিলে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২৯৫ আসনের বিপরীতে বিএনপির পক্ষে ৬৯৬ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে ২৬৪টি আসনে ২৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের তুলনায় আড়াইগুণ বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। 

গত বুধবার ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ২ হাজার ৫৬৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের পরে রয়েছে জাতীয় পার্টি। এ দলটির পক্ষে জমা পড়েছে ২৩৩টি মনোনয়নপত্র। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে জমা হয়েছে ১ হাজার ৩৫৭টি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯৮ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads