আসিফ-কর্নিয়ার ‘এলোমেলো জীবন’

কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আসিফ-কর্নিয়ার ‘এলোমেলো জীবন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০১৮

নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া। গানের শিরোনাম ‘এলোমেলো জীবন’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফরম্যান্স দেখতে পাবে দর্শক।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি আর কর্নিয়া জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন আমাদের। এবার আমরা নিয়ে আসছি ভালোবাসার আবেদনের গান। কর্নিয়া অনেক ভালো গায়। আর তরুণ মুন্সী এবং সৈকত নাসিরের প্রতি দর্শক-শ্রোতার আস্থা তো আছেই।’

কর্নিয়া বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। ৬ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads