শোবিজ

আসিফের সিনেমার প্রথম গান ভাইরাল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৯

চলতি মাসের তৃতীয় সপ্তাহে সংক্তি পেতে যাচ্ছে আসিফ আকবর অভিনীত সিনেমা গহীনের গান। সিনেমা সংক্তির আগে ছবির প্রথম গান প্রকাশিত হয়েছে। ‘এমনও বর্ষায়’ শিরোনামের গানটির গীতিকার, হংরকার ও সংগীত পরিচালক তরুণ সংন্সী।

এদিকে গহীনের গান সিনেমার সংক্তি উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল সিনেমাপ্রেমীদের সঙ্গে থাকতে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করে। ভক্ত-শ্রোতা ও দর্শকদের উদ্দেশে আসিফ আকবর বলেন, ‘আজ থেকে আমাদের গান প্রকাশ শুরু হলো। আমরা অবশ্যই আপনাদের রেসপন্সের জন্য অপেক্ষা করব। আর ছবিসংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসব।’

আসিফ জানান, প্রবাসীদের জন্যও ছবিটি দেখার সুযোগ থাকছে। দেশীয় কনটেন্টের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্স, রবি স্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে কিছুদিন পর উন্মুক্ত হবে ছবিটি। এ ছাড়া দেশের বাইরে গহীনের গান-এর বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে।

গহীনের গান ছবির প্রধান চরিত্রাভিনেতা গায়ক আসিফ আকবর। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন তমা মির্জা, তানজিকা আমিন। গহীনের গান ছবিতে থাকছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের নয়টি নতুন গান। ‘এমনও বরষায়’ গানটিতে পর্দায় দেখা যাবে তমা মির্জা ও আমান রেজাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads