আশুলিয়ায় ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার জিরানী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদকব্যবসায়ী ইসলাম মল্লিক (২৩) ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ব্যসদী এলাকার ওমেদ আলী মল্লিকের ছেলে। সে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
আশুলিয়া থানার এএসআই নিজাম খান জানান, জিরানী বাজার এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।