• শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৬
আশুলিয়ায় ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি: বাংলাদেশের খবর

বিদ্যুৎ ও জ্বালানি

আশুলিয়ায় ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি, ২০২০

আশুলিয়ায় প্রায় ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিস। এ সময় প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার আশুলিয়ার জিরাবো দেওয়ানবাগ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম মোল্লা এর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান ও মনির প্রমুখ।

অভিযানের বিষয়ে আবু সাদাত মো. সায়েম মোল্লা জানান, আজ সকাল থেকে শুরু হওয়া অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ নিয়ে আশুলিয়ার জিরাবো দেওয়ানবাগ এলাকা থেকে প্রায় ২ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ অভিযান চলাকালিন সময়ে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ফজর আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads