মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

আলোচনা সত্ত্বেও চীনা পণ্যে শুল্ক আরোপ করবেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা ফের শুরু করা সত্ত্বেও চীনা পণ্যে পরবর্তী ধাপের শুল্ক ধার্যের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশনা মোতাবেক আরো ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্ক বসানো হবে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত শুক্রবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত কবে থেকে কার্যকর করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ট্রাম্প এরই মধ্যে ৫ হাজার কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় চীন সমপরিমাণ ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানোয় ট্রাম্প আরো চীনা পণ্য শুল্কের আওতায় আনার সিদ্ধান্ত নেন। গত শুক্রবার গণমাধ্যম প্রশাসনের একাধিক সূত্রের বরাতে খবর দেয়, ট্রাম্প আরো পণ্য শুল্কের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। সরকারিভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি।

চীনকে আলোচনার আমন্ত্রণ পাঠানোর বিষয় নিয়ে এখনো কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। চলতি বছর চীনের মেধাসম্পদ ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণের পরই ৫ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক আরোপের পদক্ষেপ নেয় বিশ্বের শীর্ষ অর্থনীতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads