আলমডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

আলমডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর, ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে আলিম উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু আলিম আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে।


নিহত আলিমের মা সাবিনা খাতুন জানান, রোববার রাতে নানী সাহেদা বেগমের সঙ্গে ঘ‌রে ঘুমিয়ে ছিল আলিম। রাত ৩টার দিকে তার ডান হাতে এক‌টি বিষধর সাপ কামড় দেয়। 


আজ সোমবার বেলা ১১টার দিকে আলিমকে জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ চিকিৎসা না করায় সেখান থেকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশু‌টি মারা যায়। 


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম তাকে মৃত ঘোষণা করেন।


চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ও‌সি অপারেশন) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হ‌য়ে‌ছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads