পদ্মা-যমুনায় তীব্র স্রোত, সাপ্তাহিক ছুটি, মাওয়া ঘাটের বাড়তি যানবাহনের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিটা-কাজিরহাট ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই এ ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি হয়। ফলে, উভয়ঘাটে বাস-ট্রাক মিলিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ঘাটে এসে ফেরি পারের অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও শ্রমিকদের।
শুক্রবার সকালে ঘাট এলাকা সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, গত বৃহস্পতিবার মধ্যে রাত থেকেই দুই ঘাটে পরিবহনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। শুক্রবার সকালে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। বেলা বাড়ার সাথে সাথে যানজট তীব্র আকার ধারন করে। যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা গেছে। বিশেষ করে বয়স্ক নারী পুরুষ ও শিশুদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশী। সাধারন যাত্রীদের দীর্ঘ পথ পায়ে হেটে ঘাটে আসতে দেখা গেছে। পথিমধ্যে যাত্রীদের পয়:নিষ্কানের কোন জায়গা না থাকায় তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সাধারন যাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে রিক্সা, ভ্যান, অটোরিক্সা ও টেম্পু ড্রাইভাররা যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় করে বিকল্প পথে ঘাটে পৌছে দিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সাপ্তাহিক ছুটি ও মাওয়া ঘাটের বাড়তি যানবাহনের চাপে পাটুয়িা ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ছোট-বড় মিলিয়ে এ রুটে মোট ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাট ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, আরিচা-কাজিরহাট নৌরুটে ২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আরিচা ঘাটে মালবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে বাস-ট্রাক মিলিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। তবে, ফেরি পারের অপেক্ষায় শুক্রবার মালবাহী ট্রাকের সংখ্যা বেশি ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, সাপ্তাহিক ছুটির কারণে এ যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত এমন পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দাবী করছেন রাতের মধ্যেই যানজট স্বাভাবিক হয়ে যাবে।