প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীর গল্প নিয়ে ৮ মার্চ ২০১৯ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো আরটিভিতে প্রচারিত হবে ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে ৩টি নাটক। আর নাটক ৩টি নির্মাণ করবেন ৩ জন নারী নির্মাতা। সম্প্রতি এ উপলক্ষে আরটিভি কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। চুক্তিবদ্ধ নির্মাতারা হলেন চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত।
সৈয়দ আশিক রহমান বলেন, আমরাই প্রথম নারী দিবসকে সামনে রেখে বড় ধরনের আয়োজন, যেমন— আলোকিত নারী সম্মাননা প্রদান করি। আরটিভি’র অনুষ্ঠান পরিকল্পনায় আমরা সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। বর্তমান নারীরা ক্রমশ অগ্রসরমান। তার প্রতিফল আমরা সমাজ বাস্তবতায় দেখতে পাচ্ছি। নারীদের এমন কিছু গল্প আছে যা সমাজের সবার জন্য অনুকরণীয়। সেই সব গল্প দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই আমরা আয়োজন করছি ‘প্রেরণায় নারীর গল্প’।
প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া নারীদের গল্প ৭০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিতে পারেন এই ইমেইলে— rtvprogram@rtvbd.tv। লেখা পাঠাতে হবে ২০ জানুয়ারি ২০১৯-এর মধ্যে।
                                
                                
                                        
                                        
                                        
                                        




