আরইবির ১০২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প উদ্বোধন আজ

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

আরইবির ১০২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প উদ্বোধন আজ

  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

দেশের ১০২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ৪০ জেলার এসব উপজেলায় বিদ্যুতায়ন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

আরইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ১৪,৬৯০.৯৬ কোটি টাকা ব্যয়ে ৯৮,৯৭৭ কি.মি. লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণির ৬০,৪৮,৩৯৯টি সংযোগ ইতোমধ্যে দেওয়া হয়েছে। এ ছাড়া আরো ৫৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় আছে। আগামী ডিসেম্বর ’১৯-এর মধ্যে শতভাগ উপজেলা বিদ্যুতায়ন তথা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে আরইবি দৃঢ় প্রতিজ্ঞ। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দেশের ৮০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সিটিজেনসহ গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেবেন। এ অনুষ্ঠান নিয়ে আরইবি স্থানীয় প্রশাসনের সহায়তায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি দাওয়াতপত্র ও লিফলেট বিতরণ করেছে। মাইকিং করা হয়েছে প্রতি উপজেলায়। স্থানীয় স্কুল/কলেজের শিক্ষার্থীদের অনুষ্ঠান উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে। এ অনুষ্ঠান উপভোগ করতে সংশ্লিষ্ট জেলা/উপজেলায় বড়পর্দায় দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’-এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (আরইবি) সারা দেশে এ পর্যন্ত ৪ লাখ ১৫ হাজার কি.মি. লাইন নির্মাণের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ২ কোটি ৪২ লাখ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। সংস্থাটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads