বলিউড

আমি এসেছি শান্তির দূত হয়ে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ভালোবাসা ও গানে বিশ্বময় শান্তি ছড়িয়ে দেওয়ার শপথ ও আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো মিউজিক ফর পিস কনসার্ট। কৈলাশ খেরের সুফিবাদী গানে, অদিতি সিং শর্মার আসর মাতানো পারফরম্যান্সে অনুষ্ঠিত হলো এ কনসার্ট।

জনপ্রিয় উপস্থাপিকা শিনা চৌহানের উপস্থাপনায় কনসার্টের মধ্যমণি হয়ে ছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। লাল পোশাকে যার উপস্থিতি আমন্ত্রিত অতিথিদের উষ্ণতা দিয়েছে। এই অভিনেত্রী প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশে। অল্প সময়ের দর্শনে মুগ্ধ হয়েছেন। মুগ্ধতা তার এদেশের মানুষের প্রতিও।

বাংলাদেশের চলচ্চিত্রের একঝাঁক তারকার সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। উপভোগ করেছেন তাদের সঙ্গ। রহস্য করে জানিয়ে গেলেন বাংলাদেশের সিনেমাতে কাজ করার ইচ্ছের কথাও।

আর নিজের বক্তব্য দিতে গিয়ে ‘রকস্টার’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি এখানে এসেছি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের সপক্ষে। কেননা সংগীত সার্বজনীন। আমি অত্যন্ত আনন্দিত এমন একটি আসরে উপস্থিত হতে পেরে, যেখানে বাংলাদেশের সব তারকা শিল্পী উপস্থিত আছেন। আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছি। আমি আমেরিকান নাগরিক; কিন্তু বলিউডে কাজ করছি। এখানেও এসেছি শান্তির দূত হয়ে। আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, ঠিক সংগীতের মতোই। আজ বিশ্ব শান্তি দিবস। সংগীতের মাধ্যমে সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক এ কামনা করি।’

অনুষ্ঠানের বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলেন দেন এ অভিনেত্রী। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফারজানা মুন্নি।

মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একসঙ্গে দেখা যায় শাকিব খান ও ফাখরিকে। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? নার্গিস বলেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।’

শাকিব খানের কাছে প্রশ্ন করা হয়, আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোনো সময়ই তিনি দিতে প্রস্তুত।

এ সময় নার্গিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বলেন, ‘ধরুন, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠে বলেন, ‘নার্গিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দিই। অবশ্যই কাজ করব।’

পাশে দাঁড়ানো নার্গিস ফাখরিকে প্রশ্ন ছুড়ে দেন শাকিব, ‘রাইট ফাখরি?’ নার্গিস ফাখরি জবাবে সম্মতিসূচক মাথা নাড়েন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads