আমদানি নির্ভরতা কমাতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

আমদানি-রফতানি

আমদানি নির্ভরতা কমাতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৯

দেশের সামগ্রিক উন্নয়নে আমদানি-নির্ভরতা কমানোর উপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে । দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে । পাশাপাশি আমদানির উপর নিভর্রতা কমিয়ে আরো বেশি পরিমাণে রপ্তানির সুযোগ তৈরি করতে হবে ।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও দৈনিক বঙ্গজননীর ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য , শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের ফলে দেশের অর্থনৈতিক ভিত অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে দেশের সকল পর্যায়ে দুর্নীতি রোধ করতে হবে ।

দৈনিক বঙ্গজননীর প্রকাশক কামরুজ্জামান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক বঙ্গজননীর প্রধান উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads