ক্যাম্পাস

আবাসিক হল খোলাসহ তিন দফা দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামবাসীর সশস্ত্র হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আবাসিক হল খোলাসহ তিন দফা দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়।

আজ শনিবার সকালে কয়েক'শ শিক্ষার্থী হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে এই দাবি তুলেন। এরপর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, শনিবার দুপুর ২টার মধ্যে আবাসিক হল খুলে দিতে হবে, ক্যাম্পাসসংলগ্ন এলাকার রাস্তায় ফটক নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না। আর ২টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, এক সপ্তাহ আগের একটি ক্রিকেট ম্যাচে বাকবিতণ্ডার জের ধরে স্থানীয়দের সঙ্গে বিরোধ চলছিল জাবির কয়েকজন শিক্ষার্থীর। এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা জাবি শিক্ষার্থীদের মেসে হামলা করে।

পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। স্থানীয়দের হামলায় জাবির অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১১ শিক্ষার্থী গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads