চলতি বছরের জানুয়ারি থেকেই শুরু হয়েছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দরপতন। আর গেল দুই সপ্তাহে তা নাটকীয় মোড় নিয়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে প্রায় ৪০ শতাংশ ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোববার বিটকয়েনের বাজারমূল্য নেমে দাঁড়ায় ৩ হাজার ৫২০ মার্কিন ডলারে। যদিও দিন শেষে তা বেড়ে ৩ হাজার ৯০০ মার্কিন ডলারের কাছাকাছি গেলেও এটি মোটেই আশাব্যঞ্জক নয়। কারণ, ২০১৩ সালের এপ্রিল মাসের পর এবারই সবচেয়ে বেশি কমল বিটকয়েন মূল্য। এতে করে বিটকয়েনে বিনিয়োগের ক্ষেত্রে পুরনো শঙ্কা আবারো জেগে উঠেছে বলেও উল্লেখ করা হয় ভার্জের ওই প্রতিবেদনে।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ক্রমাগতভাবে কমতে থাকে বিটকয়েনের দাম। যদিও তার আগের বছরের ডিসেম্বর মাসের শুরুতে বিটকয়েনের মূল্য ছিল ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়তে বাড়তে প্রায় ২০ হাজারের কাছাকাছি হিয়ে দাঁড়ায়। আর চলতি বছরে একই ধরনের আরো কয়েকটি ক্রিপ্টোকারেন্সি বাজারে আসায় বিটকয়েন মূল্য দ্রুত পড়তে শুরু করে।





