চলতি বিশ্বকাপের ২৮তম ম্যাচে ভারতকে মাত্র ২২৪ রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছে আফগানিস্তান। টস জিতে ব্যাট হাতে নামা হাতে নেমেছিল কোহলি বাহিনী। তবে আফগান বোলারদের সামনে সাবলীলভাবে খেলতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা। বলের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন একমাত্র অধিনায়ক কোহলি। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন কেদার যাদব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২২৪ রান।
আফগানদের বিরুদ্ধে বড় রানের প্রত্যাশা ছিল কোহলির উপর৷ কিন্তু শুরুতেই ফর্মে থাকা রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ১০ বল মোকাবেলা করে মাত্র এক রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হন এই বিশ্বকাপে দুই সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার৷
১০ ওভারে মাত্র ২৬ রান দেন মুজিব৷
পাকিস্তান ম্যাচের মতো এদিন রোহিতের ওপেনিং পার্টনার ছিলেন লোকেশ রাহুল৷ পাক ম্যাচে রোহিত-রাহুল জুটি সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেও এদিন মাত্র ৭ রান যোগ করে৷ মুজিবকে দিয়ে এদিন বোলিং করান আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব৷ প্রথম ওভারে মাত্র ৩ রান দেন মুজিব৷ অন্যপ্রান্তে ডানহাতি পেসার আলতাফ আলমকে দিয়ে বোলিং করায় আফগানিস্তান৷ দুই প্রান্ত থেকে আঁটোসাঁটো বোলিং করে ভারতে চাপে রাখেন আফগান বোলাররা৷
প্রথম ১০ ওভারে মাত্র ৪১ রান সংগ্রহ করে ভারত৷ ১১ থেকে ৪০ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তোলে ভারত৷ রাহুল ৫৩ বলে ৩০ এবং বিজয় ৪১ বলে ২৯ রান করে আউট হন৷
ব্যক্তিগত ৬৭ রানে আউট হন ভারত অধিনায়ক৷ রক্ষণাত্মক ব্যাটিং করেই ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কোহলি৷ কিন্তু নবির বলের রহমত শাহের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন বিরাট৷ ৬৩ বলে মাত্র পাঁচটি বাউন্ডারি মারেন কোহলি৷
৫২ বল খেলে মাত্র ২৮ রান করেন ধোনি৷ কেদার যাদবের হাফ-সেঞ্চুরিতে দুইশ রানের গণ্ডি টপকাকে সক্ষম হয় ভারত।