আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

হাইকোর্ট

সংগৃহীত ছবি

আইন-আদালত

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০১৮

হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরাসহ তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ সোমবার রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তাদের এই নিয়োগ দেয় মন্ত্রণালয়।

হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগ পাওয়া তিন বিচারপতির মধ্যে বিচারপতি জিনাত আরা ছাড়া অন্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আবু বকর সিদ্দীকী।

বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতি শপথ নেবেন।

এর আগে আইনমন্ত্রী জানিয়েছিলেন, শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগেও কিছু বিচারপতি নিয়োগ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads