অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ইজিয়ার এবার আন্তঃনগর (ইন্টারসিটি) সেবা চালু করেছে। দেশের ৬৪ জেলাতেই এ সেবা পাওয়া যাবে। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ছাড়াও সিটি টু সিটি ভ্রমণের জন্য অন-ডিমান্ড রেন্ট-এ-কার সার্ভিস দিচ্ছে ইজিয়ার। এমনকি চাইলে ভ্রমণের আগেই ইজিয়ারের মাধ্যমে রাইড বা বাহন বুকিং দিয়ে রাখা যাবে।
নতুন এই সেবা নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ব্যবহারকারী ও রাইডারদের জন্য শিগগিরই আরো কিছু নতুন চমক আনবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি