আটোয়ারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন কর্মসূচী

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আটোয়ারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন কর্মসূচী

  • আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০১৮

“ আইন মেনে চলব- নিরাপদ সড়ক গড়ব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা কর্তৃপক্ষ আজ সোমবার স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ব্যানার ফেস্টুন সহ মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, আটোয়ারী বি.এম কলেজ, আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন জাতীয় নিরাপদ সড়ক দিবস ও প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads