ভারতের উত্তর প্রদেশের সংঘাতপীড়িত লখিমপুর খেরি জেলায় যাওয়ার পথে রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৯০ কিলোমিটার দূরে সীতাপুরে আটক হন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
ওই ঘটনার নাটকীয় কিছু ভিডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে কংগ্রেসের জ্যেষ্ঠ এ নেতাকে মুখোমুখি অবস্থানে দেখা যায়।
আজ সোমবার (৪ অক্টোবর) প্রিয়াঙ্কার সঙ্গে থাকা দলের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেন, যাতে রাষ্ট্রীয় অতিথিশালায় বন্দি অবস্থায় তাকে ঝাড়ু দিতে দেখা যায়।
রোববার সংঘর্ষে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে লখিমপুর খেরি এলাকায় যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। পথে আটক হন তিনি।
ভিডিওতে দেখা যায়, রাজ্য সশস্ত্র পুলিশের অতিথিশালা পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা।
এ নিয়ে তিনি এনডিটিভিকে বলেন, ‘ওইটা ছিল আমার কক্ষ। আমি আমার কক্ষ পরিষ্কার রাখতে পছন্দ করি।’
প্রিয়াঙ্কার সঙ্গে থাকা দলটির এক সদস্য এনডিটিভিকে বলেন, ‘তাকে (প্রিয়াঙ্কা) যে কক্ষে রাখা হয়, সেটি ছিল নোংরা। তিনি নিজেই কক্ষটি পরিষ্কার করেন।’
প্রিয়াঙ্কাকে আটকের পর কংগ্রেসের কর্মীরা অতিথিশালার বাইরে বিক্ষোভ করেন।
কংগ্রেসের অভিযোগ, প্রিয়াঙ্কা গান্ধী ও দীপেন্দর হুদার বিরুদ্ধে বলপ্রয়োগ করেছে পুলিশ।
এর আগে রোববার গভীর রাতে সীতাপুরে পুলিশ প্রিয়াঙ্কার গাড়িবহর ঘিরে ফেলে। ওই সময় প্রিয়াঙ্কা পুলিশের কাছে আটকের পরোয়ানা চান।
লখিমপুর খেরি এলাকায় রোববার কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র ও উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের আগমনের প্রতিবাদে সংঘর্ষে চার কৃষকসহ আটজন নিহত হন।
প্রতিবাদে অংশ নেয়া কৃষকদের ভাষ্য, মন্ত্রী অজয়ের ছেলে প্রতিবাদকারীদের ওপর গাড়ি তুলে দিলে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের একটি এফআইআরে অভিযুক্ত হয়েছেন মন্ত্রী অজয়ের ছেলে।