আজো ঢাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আজো ঢাকায় গ্যাস সরবরাহ বন্ধ

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

বেড়েছে বোতলজাত গ্যাসের বিক্রি

আজো ঢাকায় গ্যাস সরবরাহ বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতাধীন এলাকার পাইপলাইনের স্থানান্তরের কাজের জন্য আজ মঙ্গলবারও রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার সমগ্র এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর এলাকা এবং এসব এলাকা সংলগ্ন অবস্থিত আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রীয় গ্যাস সঞ্চালন (সিজিএস) স্টেশনের যান্ত্রিক ত্রুটির কারণে টানা দুদিন রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল সোমবার স্টেশন দুটির ত্রুটি সমাধান করা হয়েছে দাবি করা হলেও বেশকিছু এলাকায় সরবরাহ স্বাভাবিক ছিল না বলে খবর পাওয়া যায়। মোহাম্মদপুর, আদাবর, মনসুরাবাগ, মিরপুরে কিছু এলাকা, হাজারীবাগ, রায়েরবাগ এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল না বলে জানান সেখানকার বাসিন্দারা।

এদিকে আজ মঙ্গলবার রাজধানীতে আবারো গ্যাস সরবরাহ বন্ধ থাকার পূর্ব ঘোষণা থাকায় অনেকটা বিপাকে পড়েছে প্রাকৃতিক গ্যাসনির্ভর সাধারণ মানুষ। বিগত দুই দিন এবং আজ গ্যাস সরবরাহ বন্ধের এমন ঘোষণায় চরম ভোগান্তিতে আবাসিক পর্যায়ের গ্রাহকরা। ভবিষ্যতে এমন ঝামেলা থেকে রক্ষা পেতে অনেকেই কিনছেন বোতলজাত (সিলিন্ডার) গ্যাস। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, গত তিন দিন আমার দোকান থেকে স্বাভাবিকের তুলনায় ৫০ বোতল গ্যাস বিক্রি হয়েছে। একটা পর্যায়ে কিছু কাস্টমারকে ফিরিয়ে দিতে হয়েছে সাপ্লাই না থাকার জন্য। কারণ প্রতি সপ্তাহে আমার কী পরিমাণ গ্যাস সিলিন্ডার বিক্রি হয় সেই হিসেবেই আমার কাছে মজুত থাকে। কিন্তু হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের চাহিদা বেড়ে গেছে।

হাজারীবাগ আফতাব সিএনজি পাম্পের ব্যবস্থাপক মহিন উদ্দিন জানান, শনি ও রবিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পাম্পও বন্ধ রাখা হয়। কিছু সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও তা পর্যাপ্ত ছিল না।

একই এলাকার আরএম সিএনজি পাম্পে খোঁজ নিয়ে জানা যায়, আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা রোববার বিকাল থেকেই পাম্পটিতে ছিল সিএনজিচালিত যানবাহনের দীর্ঘ লাইন। পাম্পের সামনের সড়কের দুই দিকে কমপক্ষে দুই কিলোমিটার করে দীর্ঘ ছিল এই যানবাহনের সারি। পাম্পের হিসাবরক্ষক আলী হোসেন বলেন, গ্যাস বন্ধ থাকার ঘোষণায় সব গাড়িই সিলিন্ডার ফুলফিল করে নিচ্ছে। গত দুই দিন এই এলাকায় গ্যাস না থাকায় এবং মঙ্গলবার (আজ) বন্ধ থাকার ঘোষণায় এমনটা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads