সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘আগুন কে লাগাইলো রে’। গানটির গীতিকার ও সুরকার শোয়েব চৌধুরী। কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কনিকা রয়। এতে প্রথমবারের মতো মডেল হয়েছেন রাইসা রিয়া ও রঞ্জু সরকার। মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পের ওপর নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তাজুল ইসলাম।
এ প্রসঙ্গে নির্মাতা তাজুল ইসলাম বলেন, আমরা সুুন্দরভাবে মিউজিক ভিডিওটি পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণের কাজ শেষ হয়েছে। এতে ডিওপি হিসেবে কাজ করেছেন এস এম জয়, রূপসজ্জায় জাহাঙ্গীর হাসান। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এই গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন রাইসা রিয়া ও রঞ্জু সরকার খুব ভালো অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে মডেল রঞ্জু সরকার বলেন, প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হলো। আর গানটির কথাও অনেক সুন্দর। দর্শকের মাঝে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।
রাইসা রিয়া বলেন, পরিচালক তাজুল ইসলাম ও রঞ্জু সরকারের সাথে প্রথম কাজ। গানের গল্পের রসায়নটা ভালো ছিল। গানটি কোরিওগ্রাফি করেছেন রফিকুল ইসলাম রনি। সে কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘আগুন কে লাগাইলো রে’ গানটি দর্শকরা ভালোভাবে নেবে গানটিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছি। শীঘ্রই মিউজিক ভিডিওটি ক্রাউন মিউজিকের ব্যানারে মুক্তি পাবে।





