অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ-ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এসিএম-আইসিপিসি) ২০১৮’র ২২তম আসরের এশিয়া অঞ্চলের (ঢাকা পর্বের) আসর বসতে যাচ্ছে আগামীকাল। এদিন আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই প্রোগ্রামিং কনটেস্ট।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ১০১টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইনস্টিটিউটের ২৯৭টি দল অংশগ্রহণ করবে। যেখানে প্রতিটি দলে ৩ জন করে প্রতিযোগী থাকবে। এ ছাড়া নেপাল থেকে তিনটি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ প্রতিযোগিতার সেরা ২টি দল আগামী ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল ২০১৯ পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টো’র স্বাগতিকতায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনালস ২০১৯-এর মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এবং স্যামসং ও সহ-পৃষ্ঠপোষকতায় আছে এসএসএল ওয়ারলেস।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা পাঁচ ঘা এ প্রোগ্রামিং প্রতিযোগিতা চলে। কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্টের পাশাপাশি এই জমকালো আয়োজনে থাকবে টেকনিক্যাল টকস, প্রজেক্ট শোকেসিং, ফান ইভেন্টস এবং পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং সম্মানিত অতিথি থাকবেন দেশবরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত রাখবেন কনটেস্ট ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন প্রমুখ। এ ছাড়া হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ম্যাডাম হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, স্যামসং আরঅ্যান্ডডি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পরিচালক ড্যানিয়েল ডাকিউন কিম, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি প্রফেসর হাফিজ মো. হাসান বাবু।
বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব জুয়েনা আজিজ ও স্যামসং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক উনমো কু।