আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর

সংগৃহীত ছবি

আমদানি-রফতানি

আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ অক্টোবর, ২০১৮

দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারতের সঙ্গে টানা ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে আগামীকাল সোমবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২১ অক্টোবর রোববার থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে। তবে এই সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ৬ দিন বন্ধ শেষে আগামী ২১ অক্টোবর থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads