আখাউড়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

আখাউড়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

আখাউড়ায় নির্মানাধীন ভবনের তিনতলা ছাদ থেকে পড়ে রাসেল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার খলাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গঙ্গাসাগর এলাকার মো. মিলন মিয়ার নির্মানাধীন পাকা ভবনের রং কাজ করছিলেন রাসেল। হঠাৎ করে দুপুরে অসাবধানতায় সে ওই তিন তলার ছাদ থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয় সে। তাৎক্ষনিক ভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর দুটায় মারা যায় রাসেল।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads