আখাউড়ায় চালের দাম বাড়ছে

ফাইল ছবি

পণ্যবাজার

আখাউড়ায় চালের দাম বাড়ছে

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হঠাৎ পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সব রকমের চাল কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে বস্তা প্রতি বেড়েছে ১৪০-১৫০ টাকা। তবে চাল ব্যবসায়ীদের দাবি বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিকভাবে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ। এদিকে পৌর শহরের সড়ক বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ব্রি-২৮ চাল বিক্রি হচ্ছে ৩৭ টাকা, ব্রি-২২ বিক্রি হচ্ছে ৩২ টাকা, নাজেরশাইল ৫০ টাকা, মিনিকেট ৪৮ টাকা, আতব ২৮ টাকা, যা গত এক সপ্তাহের  ব্যবধানে বাজারে সব ২-৪ টাকা বৃদ্ধি পায়। সড়ক বাজারের ব্যবসায়ী মো. মামুন হোসেন জানায়, ধানের ধান বৃদ্ধি পাওয়ায় চালের দান বেড়েছে। তাছাড়া বড় ব্যবসায়ীরা গুদামজাত করার কারনে সরবরাহ কমে যাওয়ায়  খুচরা বাজারে এর প্রভাব পড়ে।

পৌর শহরের লাল বাজার এলাকার রিকশাচালক মো. জামাল উদ্দিন বলেন, স্ত্রী, ছেলেমেয়েসহ তার ৫ জনের সংসার। প্রতিদিন রিকশা চালিয়ে ২০০ থেকে আড়াইশ টাকা আয় করা যায়। দৈনিক ২ কেজি তার সংসারে চাল লাগছে। চালের সঙ্গে কিছু তরিতরকারি কেনার পর হাতে আর কোনো টাকা থাকে না বলে তিনি জানান। দিনমজুর মো. আবু মিয়া বলেন, সারা দিন কাজ করে দিন শেষে ৩০০ টাকার বেশি পাওয়া যায় না। বাজারে চালের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় আমাদের মতো গরিবদের চলা খুবই কষ্টকর।

ভ্যানচালক হারুন বলেন, হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় দৈনিক যে উপার্জন করা হয় তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads