আখাউড়ায় গাছে গাছে আগাম আমের মুকুল

ছবি: বাংলাদেশের খবর

কৃষি অর্থনীতি

আখাউড়ায় গাছে গাছে আগাম আমের মুকুল

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় সুবাতাস ছড়াচ্ছে আগম আমের মুকুল। পৌষ মাসের শেষ সপ্তাহ থেকেই আম গাছগুলোতে আগাম আমের মুকুল দেখা দিয়েছে। আমের মুকুলে বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুগন্ধ। মুকুলের সুমিষ্টি সুবাস আন্দোলিত করে তুলেছে মানুষের মনও। সেইসাথে আম মুকুলে যেন প্রকৃতিকে সাজিয়েছে যেন এক অপরুপে। হলুদ আর সবুজে যেন মহামিলনে পরিণত হয়ে আছে। এসব আমের মুকুলে এখন মৌমাছির দল গুন গুন শব্দে মনের আনন্দে ভিড়তে শুরু করেছে। গাছের প্রতিটি শাখা প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা। শীতের স্নিগ্ধতার মধ্যেই শোভা ছড়াচ্ছে স্বর্ণালী মুকুল।

আবহাওয়াগত ও জাতের কারণে এ মাসেই বেশীরভাগ গাছে আমের মুকুল আগাম আসতে শুরু করে। তবে চলতি মাসের শেষে দিকে প্রতিটি গাছে পুরোপুরো ভাবে আমের মুকুল আসবে এমনটাই আশা করছেন কৃষি বিভাগ। পৌর শহরের তারাগন, দেবগ্রাম, কলেজপাড়া, নারায়নপুর, উপজেলার আজমপুর, নুরপুর, হিরাপুর, আদমপুর, ধাতুরপহেলা, মোগড়াসহ বিভিন্ন এলাকায় আম গাছে এমন চিত্র চোখে পড়ছে। আম গাছে এমন চিত্র দেখে অনেকেই খুশি।

ইতিমধ্যে যে সব গাছে আমের মুকুল আসতে শুরু করায় এবং মুকুল ধরে রাখতে বাগাম মালিকরা এখন নানা প্রকার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ।
বানিজ্যিক ভাবে প্রায় সব জাতের আম কমবেশী এখানে হচ্ছে। রোপন করা গাছের মধ্যে দেশীয় পাশাপাশি ল্যাংড়া, গোপালভোগসহ নানা প্রজাতির আম গাছ রয়েছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে ভালো ফলনের আশা করছেন স্থানীয় চাষি ও বাগান মালিকরা।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত বছরের চাইতে এবছর আগাম গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে আমের ফলন ভালো হবে।

গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঝড়ে পড়ে যায়। ফলে আশানরুপ মুকুল থেকে আম আসেনা। সংকট দেখা দেয় এ উপজেলার আম সরবরাহে। তবে এ বছর প্রথম দিক থেকেই গাছে গাছে আম মুকুলের সমারহ দেখা যাচ্ছে। পৌর এলাকার কামরুল হাসান বলেন, ১ সপ্তাহ পূর্বে তাদের বেশী ভাগ গাছে আগাম মুকুল এসেছে। মুকুলকে পোকা মাকড় থেকে রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে পরিচর্যা শুরু করা হয়। মুকুলের রোগবালায়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরমর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষধ স্প্রে করছেন বলে জানায়।

উত্তর ইউপির চানপুর এলাকার মুর্শিদ মিয়া বলেন, বেশ কয়েকটি গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। যেসব গাছে মুকুল এসেছে রোগবালাই আক্রমন থেকে রক্ষা পেতে প্রাথমিক পরিচর্যা শুরু করা হয়েছে বলে জানায়। তিনি আরো বলেন গত বছরের চাইতে এবছর শীত ও কুয়াশার দাপট অনেকাংশে বেশী। এখন পযর্ন্ত যেহেতু বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি ও বর্তমানে আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে ধারনা করা হচ্ছে আমের জন্য অনকুলই হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ছত্রাকজনিত রোগে আমের মুকুল, ফুল ও গুটি আক্রান্ত হতে পারে। এ রোগ গাছের ক্ষতি করে। এজন্য তারা নিয়মিত লোকজনকে পরমর্শ দিয়ে আসছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, এ উপজেলার বেশী ভাগ আম গাছেই আগাম মুকুল আসতে শুরু করেছে। যে সব গাছে আগাম মুকুল এসেছে মুলত আবহাওয়াগত কারণে এসেছে। বর্তমানে আবহাওয়া অনুকুলে রয়েছে। যা আমের বাম্পার ফলনের জন্য উপযোগী। এ অবস্থায় থাকলে এবার আমের বাম্পর ফলনের আশা প্রকাশ করছেন। তবে সবকিছুই প্রকৃতির উপর নির্ভর করছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads