আইসিটি খাতে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

আইসিটি খাতে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস, হাউজ অব কমন্স ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিসহ উপদেষ্টাদের সঙ্গে মতবিনিয়মকালে এ আগ্রহের কথা জানানো হয়। লন্ডনের স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন।

মতবিনিময় সভার অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হাউজ অব লর্ডসের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান লর্ড হাওয়েল, সদস্য ব্যারোনেস জেনকিন, হাউজ অব কমন্সের সদস্য স্টিফেন টিমস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক দূত রুশনারা আলী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা জেমস কামিংস প্রমুখ।

এ ছাড়া আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ডিজিটাল মন্ত্রী মার্গট জেমস, স্বাস্থ্যমন্ত্রী ম্যাথিউ হ্যানকক, লন্ডনের উপ মেয়র রাজেশ আগারওয়ালের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।

বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত দশ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম বিশেষ করে আইটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি রফতানির ওপর শুল্ক হ্রাস ও প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে তাদের অবহিত করেন। হাইটেক পার্কে বিভিন্ন বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান বিনিয়োগ করছে জানিয়ে পলক বলেন, উন্নয়নের অংশীদার যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। সরকারের বিনিয়োগ-বান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে আইসিটি খাতসহ বিভিন্ন খাতের যুক্তরাজ্যের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বিপ্লবে বিশ্বে নিজেদের অবস্থান করে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে দেশটি। বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছানো সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাজ্যের মন্ত্রীরা অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিভিন্ন খাতে অনেক সফলতা অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন। উন্নয়নের অংশীদার হিসেবে যুক্তরাজ্য অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে থাকবে। আগামী দিনগুলোয় বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তিন দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করা আইসিটি প্রতিমন্ত্রী এলআইসিটি আয়োজিত বাংলাদেশ-ইয়োর নেক্সট আইটি ডেস্টিনেশন শীর্ষক সেশনেও প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নেক্সট জেনারেশন অব ই-গভর্নেন্স বিষয়ে যুক্তরাজ্যের খ্যাতনামা আইটি প্রতিষ্ঠান ক্যানারি হোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, হাওয়ার্ড ডবার, বোস্টন কনসাল্টিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads