২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদ বেগম আইভি রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারিক সাঈদ বলেন, বছর ঘুরে আবার ফিরে এসেছে সেই মর্মান্তিক, বেদনার্ত দিন। আজ থেকে ১৭ বছর আগে এই দিনে ২১ আগস্টে ঘাতকচক্রের নিক্ষিপ্ত ভয়াল গ্রেনেড হামলায় ক্ষত-বিক্ষত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে যান নারী আন্দোলনের পুরোধা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিত গ্রেনেড হামলায় নিমিষেই সবকিছু শেষ হয়ে যায় আইভি রহমানের। ঘাতকের নিক্ষিপ্ত একটি গ্রেনেড ঠিক তাঁর পায়ের কাছে বিস্ফোরিত হয়। একটি পা উড়ে যাওয়ার পাশাপাশি পুরো শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় তাঁর। আমি এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানাই।
উল্লেখ্য, আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা জামালউদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন, মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। রাজনীতি ছাড়াও আইভি রহমান সামাজিক কর্মকা-ে নিজেকে উৎসর্গ করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী, জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।