ভারতে করোনাভাইরাসের ভয়াবহ ঊর্ধ্বগতির মাঝে আইপিএল ছেড়ে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার। সবশেষ ২৪ ঘণ্টায় চারজন সরে দাঁড়িয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসর থেকে। তারা হলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড় অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।
অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পা ও পেসার রিচার্ডসন ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দুজনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডের সদস্য। তাদের সিদ্ধান্তের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে বেঙ্গালুরু জানিয়েছে, ‘অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়াতে ফিরে যাচ্ছেন। আইপিএলের বাকি অংশে তাদের পাওয়া যাবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সব ধরনের উপায়ে তাদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। এর আগে রোববার রাতে আইপিএল ছাড়ার কথা জানিয়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার অশ্বিন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত পরিবার ও আত্মীয়-স্বজনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা। পরিস্থিতির উন্নতি হলে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিন লিখেছেন, ‘সোমবার থেকে এ বছরের আইপিএল থেকে আমি বিরতি নিচ্ছি। কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়ছে আমার পরিবার ও আত্মীয়-স্বজনরা।’