আইপিএলে দল পাননি মুশফিক

ফাইল ছবি

ক্রিকেট

আইপিএলে দল পাননি মুশফিক

  • প্রকাশিত ২০ ডিসেম্বর, ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের জন্য নিলাম বৃহস্পতিবার শুরু হয়েছে।

নিলামের বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নাম থাকলেও তাকে নেওয়ার ব্যাপারে কেউ আগ্রহ দেখাননি। ফলে অবিক্রিত থেকে গেছেন ৭৫ লাখ রূপি ভিত্তিমূল্য ধরা এ উইকেট রক্ষক ব্যাটসম্যান।

অথচ টি২০ ফরম্যাটে দুর্দান্ত সময় পার করছেন এ ডানহাতি ব্যাটসম্যান। সম্প্রতি ভারত সফর ও পরবর্তীতে দেশে চলমান বঙ্গবন্ধু বিপিএলেও আছেন দুর্দান্ত ফর্মে।

এদিকে মুশফিকের মতো দল পাননি শ্রীলঙ্কার কুশল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ভারতের নমন ওঝা, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, নিউজিল্যান্ডের টিম সাউদি ও ইশ সোধি, অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads