আইএসপিএবি’র সদস্যপদ পেল আরো ৭৭ আইএসপি

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

আইএসপিএবি’র সদস্যপদ পেল আরো ৭৭ আইএসপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০১৮

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সদস্যপদ পেয়েছে ৭৭টি আইএসপি। চলমান সদস্যপদ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এ সদস্যপদ দেওয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

আইএসপিএবি জানিয়েছে, এ, বি ও সি- এই তিন ক্যাটাগরি থেকেই সদস্যপদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে আইএসপিএবির সদস্যপদ গ্রহণ করতে হয়। এর অংশ হিসেবে সদস্যপদ প্রদান করছে সংগঠনটি।

এর আগে চলতি মাসেই সারা দেশের এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্সপ্রাপ্ত আইএসপিদের মধ্যে ১০৪টি প্রতিষ্ঠান আইএসপিএবির সদস্যপদ গ্রহণ করেছিল। এ কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads