অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী পল্লব কান্তি পাল

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর, ২০১৮

শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। ৬ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে ২২টি দেশের ১৩৫ জন প্রতিযোগী অংশ নেয়। এতে বাংলাদেশ থেকে অংশ নেয় ৯ জন প্রতিযোগীর একটি দল। বাংলাদেশের হয়ে অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী পল্লব কান্তি পাল।

অলিম্পিয়াডে বাংলাদেশ দলের দলনেতা হিসেবে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর সুকল্যাণ বাছাড় ও সহকারী কিউরেটর মাসুদুর রহমান। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রোগ্রামার শাখাওয়াত হোসেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মো. তৌহিদুল হাসান।

ইতঃপূর্বে বেশ কয়েকবার বাংলাদেশ দল আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিলেও এবারই প্রথম কোনো পদক অর্জন করল।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ অলিম্পিয়াডের জন্য সারা দেশ থেকে বাছাই করে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য ৪ জন প্রতিযোগী নির্বাচন করা হয়।

বাংলাদেশ থেকে এর আগেও অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করলেও এবারই প্রথম পদক এলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads