অ্যাসোসিও সম্মাননা পেল স্যাটেলাইট কোম্পানিসহ চার প্রকল্প

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

অ্যাসোসিও সম্মাননা পেল স্যাটেলাইট কোম্পানিসহ চার প্রকল্প

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর, ২০১৮

এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিও’র ডিজিটাল সামিটে চার সম্মাননা পেল বাংলাদেশের চার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

এতে আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিএসসিসিএল)। এ ছাড়া আউটস্ট্যান্ডিং ইউজার অরগানাইজেশন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে সরকারের উদ্যোগ ইনফো-সরকার প্রকল্প পুরস্কার পেয়েছে ডিজিটাল গভর্নমেন্ট ক্যাটাগরিতে। অন্যদিকে আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাসোসিওর স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করেছেন।

এর বাইরে অ্যাসোসিওর সর্বোচ্চ সম্মাননা ‘দ্য অ্যাসোসিও অনারারি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি।

চারটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন প্রসঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট এই প্রথম আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল। আমরা প্রকল্পগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে সমর্থ হওয়ায় এ সফলতা অর্জিত হয়েছে।’

এই সামিটে বিসিএস সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জাপানের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংগঠনের ব্যবসা সংক্রান্ত সভাও অনুষ্ঠিত হয়েছে। ডাটা সফট, শ্রেয়া ইলেকট্রনিক্স, ক্লাউড টেকনোলজিসহ কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জাপানের বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার বিষয়েও মতবিনিময় করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads