অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পারসোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা। এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অ্যামাজনের স্মার্ট স্পিকারেও। সাধারণত প্রথমে নাম শোনার পর কাজ করা শুরু করে অ্যামাজনের অ্যালেক্সা। কেউ অ্যালেক্সা নামটি পরে উচ্চারণ করলে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি কমান্ড ফলো করতে পারে না। এই নিয়ম পাল্টাতে নতুন পেটেন্ট দাখিল করেছে অ্যামাজন।
এই পেটেন্ট অনুমোদন পেলে ‘গান চালু করো, অ্যালেক্সা’ এভাবে বাক্য বললেও কমান্ড ফলো করতে পারবে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি। কামান্ড দেওয়ার আগে অ্যালেক্সা বলে ডাক দিয়ে তার ঘুম ভাঙাতে হবে না।
যেমন কেউ যদি বলে আজকে আবহাওয়া কেমন হবে, অ্যালেক্সা? তাহলে অ্যালেক্সা শব্দটি আগে শুনে পুরো কমান্ডটি রেকর্ড করে সে অনুযায়ী কাজ করতে পারবে।
কমান্ড রেকর্ড করে কাজ করতে ১০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড সময় নেবে অ্যালেক্সা। এ সময়ের মধ্যে ব্যবহারকারীরা চাইলে অপ্রয়োজনীয় কমান্ড বাতিল করতে পারবেন।