অ্যাপে অ্যাপে পথ চলা

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

অ্যাপে অ্যাপে পথ চলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ মে, ২০১৯

ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আমাদের জীবনধারা। প্রযুক্তির ছোঁয়ায় জীবন হয়ে যাচ্ছে সহজতর। সে ধারায় বদলে গেছে আমাদের পরিবহন সেবাও। মোবাইল ফোন ও ইন্টারনেটের কল্যাণে পরিবহন সেবা এখন আমাদের হাতের মুঠোয়।

অটোরিকশার চালকের সঙ্গে বািবতণ্ডা, ট্যাক্সি ক্যাবের চোখ কপালে ওঠা ভাড়া আর পাবলিক বাসে ওঠার ঝক্কি এড়িয়ে এখন অনেকেই ব্যবহার করছেন অ্যাপভিত্তিক পরিবহন সেবা। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ পেয়েছেন নগরবাসী। ভাড়াও হাতের নাগালে।

রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন মাহবুুব রনি। বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা বা অন্য কোথাও যাতায়াতের ক্ষেত্রে অ্যাপভিত্তিক পরিবহণ সেবাই তার ভরসা। পাবলিক বাসে যাতায়াতের চেয়ে উবার বা পাঠাওয়ের মোটরসাইকেলে যাতায়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তার মতে, রাজধানীর গণপরিবণে যে ঝক্কি পোহাতে হয় সে পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছে এসব ডিজিটাল সেবা।

মিরপুরের বাসিন্দা শফিউল আজম। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বের হলে তিনি নিয়মিত অ্যাপভিত্তিক পরিবহণ সেবার গাড়িগুলো ব্যবহার করেন। তার মতে, এখন আর পরিবারের যাতায়াত নিয়ে ভাবতে হয় না। সাশ্রয়ী মূল্যে একটি স্বাচ্ছন্দ্যময় উপায় হচ্ছে এই পরিবহন সেবা। নিজে গাড়ি কিনলে মাসিক প্রায় ৩০ হাজার টাকা খরচ হতো। সেই প্রয়োজন ১০ হাজারের মধ্যে সারতে পারছেন বলে জানান তিনি।

আবার শুধু নারীদের জন্য সম্প্রতি অ্যাপভিত্তিক একটি পরিবহন সেবা চালু করেছে শাটল। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পন্থী সাহা জানান, তিনি বেশ কয়েকবার এই পরিবহনের সেবা নিয়েছেন। পরিচ্ছন্ন ও আরামদায়ক সেবা এবং চালক ও ট্রিপ ম্যানেজারের আন্তরিক ব্যবহারে তিনি মুগ্ধ। এতে পাবলিক বাসের বিড়ম্বনা থেকে রেহাই পাওয়া গেছে।

তিনি আরো বলেন, এতে আসলে সবচেয়ে সুবিধা হয়েছে চাকরিজীবী নারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের। তবে রাজধানীর সব রুটে যদি এই সেবা পাওয়া যেত তাহলে নারীদের যাতায়াত নিয়ে ভাবনা অনেকটাই কমে যেত বলে জানান তিনি।

রাজধানীতে বহুল প্রচলিত অ্যাপভিত্তিক পরিবহন সেবাগুলো হচ্ছে :

উবার

রাজধানীতে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে যাতায়াতের জন্য উবারের সেবার নাম মটো। এর আওতায় যাত্রীরা মোটরবাইকে চলাচলের সুযোগ পান। সাশ্রয়ী মূল্যে বেশ কয়েকজন একসঙ্গে যাতায়াতের জন্য রয়েছে উবার এক্সএল’র গাড়ি। অন্যদিকে সাশ্রয়ী মূল্যের গাড়ির জন্য উবার এক্স এবং বিলাসবহুল সেবার জন্য রয়েছে প্রিমিয়ার। ঢাকার বাইরে অন্য শহরে যাওয়ার জন্যও রয়েছে আলাদা সেবা।

পাঠাও

বাইক ও কার সেবার পাশাপাশি ফুড, পার্সেল ও কুরিয়ার সেবাও প্রদান করে পাঠাও। ইতোমধ্যে কোম্পানিটির অ্যাপ ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে, ৪ কোটির বেশি সফল ট্রিপ পরিচালনা করেছে। চট্টগ্রাম ও সিলেটেও রয়েছে পাঠাওয়ের সেবা।

শাটল

শুধু নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় একটি পরিবহন সেবা এনেছে শাটল। ১০-১১ আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস দিয়ে নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট রুটে পিকআপ এবং ড্রপঅফ সেবা প্রদান করছে কোম্পানিটি। প্রতিটি ট্রিপেই যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য থাকেন একজন প্রশিক্ষিত ও দক্ষ ট্রিপ ম্যানেজার। বর্তমানে উত্তরা, বসুন্ধরা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী ও গুলশান এলাকায় শাটলের সেবা পাচ্ছেন যাত্রীরা। 

সহজ

শুধু রাজধানী ঢাকায় মোটরবাইক দিয়ে পরিবহন সেবা প্রদান করে সহজ। ইতোমধ্যে ১০ লাখের বেশি ট্রিপ পরিচালনা করেছে কোম্পানিটি। বাসের টিকেট বিক্রির মাধ্যমে হিসেবে প্লাটফর্মটি একটি পরিচিত নাম। তবে তারা লঞ্চ, ইভেন্ট ও সিনেমার টিকেটও বিক্রি করে থাকে।

এছাড়া রাজধানীতে বাড্ডি, ডাকো, ওভাই, চলো, গাড়িভাড়া, আমার বাইক, ট্যাক্সিওয়ালা, পিকমি ইত্যাদি প্রতিষ্ঠানও অ্যাপের মাধ্যমে যাত্রীদের পরিবহন সেবা প্রদান করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads