মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই অ্যাপলের বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে একটি অভিযোগ দায়ের করেছে। স্পটিফাইয়ের দাবি, অ্যাপল তাদের অ্যাপ স্টোরের মাধ্যমে অন্যায্য সুবিধা ভোগ করছে। ইউরোপীয় ইউনিয়ন আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযোগ বিষয়ে অ্যাপলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে।
স্পটিফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল তার ব্লগ পোস্টে অভিযোগ দায়েরের পক্ষে বিস্তারিত যুক্তি উপস্থাপন করে বলেন, অ্যাপল স্পটিফাইকে বিপজ্জনক অবস্থায় রেখেছে। আমাদের ফ্রি সেবা থেকে শুরু করে প্রিমিয়ার সেবা আপগ্রেডসহ কেনাকাটায় অ্যাপলের পেমেন্ট সিস্টেম ব্যবহারের জন্য ৩০ শতাংশ ফি পরিশোধ করতে হয়। এটা এক ধরনের অন্যায়।
এদিকে অ্যাপল তাদের নিজেদের ব্লগে স্পটিফাইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেছে, স্পটিফাই তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছে। স্পটিফাই আসলে সব সুবিধাসহ মূল্য দিয়ে কেনা একটি বিনামূল্যের অ্যাপ চাচ্ছে। পোস্টে অ্যাপল স্পটিফাইয়ের বিরুদ্ধে তারা যেসব শিল্পীর গান স্ট্রিম করে তাদের দ্রুত পরিবর্তন করার অভিযোগও আনে।
অ্যাপলের বিরুদ্ধে স্পটিফাইয়ের অভিযোগের মাত্র একদিন পরই ইইউর কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্টাগার টুইট করে স্পটিফাইয়ের সিইওর কাছ থেকে পাওয়া কড়া বার্তার বিষয়ে নিশ্চিত করেন।
এখন দুই পক্ষের বক্তব্যের ওপর ভিত্তি করে বিষয়টি নিয়ে তদন্ত করবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ সাধারণত প্রযুক্তি কোম্পানিগুলোকে অ্যান্টিট্রাস্ট শর্ত ভঙ্গের দায়ে বড় ধরনের জরিমানা করে থাকেন। কিন্তু এক্ষেত্রে ভোক্তা এবং শিল্পীদের সর্বোত্তম সুবিধার কথা মাথায় রেখে ইইউ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।





