অস্ত্র বিক্রির স্বপ্ন দেখছেন মোদি

সংগৃহীত ছবি

ভারত

অস্ত্র বিক্রির স্বপ্ন দেখছেন মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

প্রতিরক্ষা সামগ্রী তৈরিতে পুরনো ছবি বদলে দেওয়ার কথা জানিয়ে বিশ্ববাজারে অস্ত্র বিক্রির স্বপ্নের কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত বুধবার লক্ষেৗয়ে একাদশ প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মোদি জানান, অস্ত্র নির্মাণসহ অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী তৈরির জন্য তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে দুটি হাব তৈরি করছে সরকার। তিনি ‘মেক ইন ইন্ডিয়া প্রকল্প’ সামনে রেখে বিশ্বের অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলোকে সেখানে আসার আমন্ত্রণ জানান।

বিনিয়োগকারীদের ভারতে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘বিনিয়োগ করলে আপনাদের মুনাফা মিলবে প্রচুর। পাশাপাশি অস্ত্রশস্ত্র তৈরিতে ভারতও স্বাবলম্বী হয়ে উঠবে।’

মোদি দাবি করেন, ২০১৪ সালে ভারত থেকে ২০০০ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি হতো। গত দুবছরে সেই অঙ্ক ১৭০০০ কোটি টাকায় পৌঁছেছে। আগামী পাঁচ বছরে ভারতের লক্ষ্য ৩৫০০০ কোটি টাকা।

নরেন্দ্র মোদি বলেন, ভারতকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য থাকলেও কোনো দেশকে নিশানা করে এ সব করা হচ্ছে না। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads