অস্ট্রেলিয়ার সিডনির কাছে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দমকল বিভাগের একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরো তিনজন।
এদিকে সিডনি যখন দাবানলে পুড়ছে তখন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সমালোচনা শুরু হওয়ায় ক্ষমা চেয়ে তিনি তার ছুটি সংক্ষিপ্ত করবেন বলে জানিয়েছেন।
কালো ধোঁয়া ও বিরূপ আবহাওয়ায় চলতি সপ্তাহে সিডনিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। সাতশ'র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।পুড়ে গেছে প্রায় ৩০ লাখ হেক্টর জমি।