অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ট্রেন যাত্রীর প্রাণ

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন

অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ট্রেন যাত্রীর প্রাণ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১ মার্চ, ২০২০

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন।

আজ রোববার সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে লাকসাম জংশন স্টেশন থেকে ছেড়ে যায়। 

স্থানীয় ও রেলওয়ের প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল ৯টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ ট্রেন লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করা কালে হঠাৎ ট্রেনের একটি বগির নিচে আগুন দেখা যায়। এ সময় রেলকর্মী ও যাত্রীরা চিৎকার শুরু করলে চালক ট্রেন থামায়। এ সময় যাত্রীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৫০৮ বগি নম্বর বগিটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। পরে ওই বগির যাত্রীদের ভিন্ন ভিন্ন বগিতে ঠাসাঠাসি করে স্থানান্তর করা হয়। পরে ক্ষতিগ্রস্ত ৬৫০৮ বগিটি রেখে ওই ট্রেনটি এক ঘণ্টা বিলম্ব চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

দুর্ঘটনাকবলিত আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রী মো. আবদুল কাদের জানান, অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম। যদি অগ্নিকাণ্ড পুরো বগি কিংবা উপরাংশে ছড়িয়ে পড়ত তাহলে হয়তে আগুনে পুড়েই মরতে হতো। ট্রেন একজামিনারদের দায়িত্বে অবহেলার কারণেই আমরা আজ দুর্ঘটনার শিকার হয়েছি।

লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন একজামিনার আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও ইসপ্রিংয়ের ঘষা লেগে হট একসেল হয়ে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads