এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘আসমানী’ ছবিটি পর্দায় আসার কথা ছিল ১২ অক্টোবর। বিভিন্ন কারণে সে তারিখে ছবিটি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে আসে পরিচালক। অবশেষে আজ ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হলে মুক্তি পাচ্ছে ছবিটি। পল্লীকবি জসীম উদ্দীনের কবিতা অবলম্বনে নির্মিত এ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত সুস্মি রহমান।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য বড় সুসংবাদ। কারণ আপনারা জানেন এর আগেও আমাদের ছবিটি মুক্তি দেওয়ার তারিখ ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়নি। আমার বিশ্বাস ছবিটি দর্শক উপভোগ করবেন। বাপ্পি-সুস্মি দুজনেই ভালো অভিনয় করেছে। তাদের পারফরম্যান্স, প্রডাকশনে ইনভলভমেন্ট সবই শতভাগ ছিল।’
কতটি হলে মুক্তি পাচ্ছে ছবিটি? উত্তরে পরিচালক বলেন, ‘এখন (গতকাল বিকাল) পর্যন্ত আমাদের ৫০টি হলে বুকিং হয়েছে। আশা করি হলের সংখ্যা আরো বাড়বে।’
‘আসমানী’ ছবিতে আসমান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিন্ন লুকে দর্শক আমাকে পর্দায় দেখতে পাবেন। এ ছবিতে গ্ল্যামারলেস হিরো হিসেবে দেখা যাবে আমাকে। আশা করি আমার চরিত্রটি দর্শকের কাছে ভালো লাগবে।’
বাপ্পি-সুস্মি জুটির অভিনয় দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করবেন। এমন প্রত্যাশা জানিয়ে ছবির নায়িকা সুস্মি রহমান বলেন, ‘প্রথমবার আমরা একসঙ্গে পর্দায় আসছি। প্রথম কাজে আমরা সর্বোচ্চটা দিয়েই কাজ করেছি। ছবিতে দর্শক বাপ্পিকে একেবারেই ভিন্ন লুকে দেখতে পাবেন। আর আমাকে দেখা যাবে আসমানী, চাঁদমুখী এবং পুষ্প চরিত্রে। গল্পের টুইস্ট আছে প্রচুর। সব মিলিয়ে আমার বিশ্বাস দর্শক আমাদের ভালোভাবেই গ্রহণ করবেন।’
ঘাসফড়িং ছবিঘর প্রযোজিত এ ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, এস এম মহসিনসহ অনেকে।