বিজ্ঞান ও প্রযুক্তি

অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন

  • ''
  • প্রকাশিত ৯ অগাস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পিতরূপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রসার, রেমিটেন্স বৃদ্ধি ও ই-সেবা সহজীকরণে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাত মানেই শুধু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্স ভিত্তিক পেশাজীবী নয়; বাংলাদেশের অর্থনীতির প্রতিটি খাতেই আইসিটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম সহজীকরণ, স্থানীয় বাজার উন্নয়ন এবং দেশে-বিদেশে সম্ভাবনাময় জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়। ঘরে বসে সকল সরকারি সেবা নিশ্চিতকরণে সুনির্দিষ্টভাবে পরিকল্পিতরূপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল বীর শহীদ ও আহত সৈনিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বিজ্ঞপ্তিতে বলা হয়- স্বৈরাচারবিরোধী রক্তক্ষয়ী সংগ্রামে শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ শহীদ হয়েছেন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তব রূপদানে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন ছাত্র-জনতার দাবি বাস্তবায়নে কাজ করবে।

আইসিটি জ্ঞানসম্পন্ন তরুণ ও দক্ষ প্রকৌশলীদের উপেক্ষা করে বিগত সরকার চুক্তিভিত্তিক-দুর্নীতিগ্রস্থ মহল এবং ভুঁইফোড় ভেন্ডরের মাধ্যমে আইসিটি খাতে লুটপাট সংগঠিত করেছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়-- স্বৈরাচার ও লুটেরা গোষ্ঠীর ছত্রছায়ায় এদেশের জনসাধারণের প্রযুক্তিগত সেবাকে দুর্বিষহ করে তোলা হয়েছিল। আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন বিশ্বাস করে, এ দেশের স্বপ্নবাজ তরুণরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন ও দুর্নীতিমুক্ত সমাজ তথা আইসিটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads